বিগত ২০১৪ সালের প্রাথমিক টেটের নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। তাদের দাবি, এই ঘটনায় একযোগে সিবিআই ও ইডি তদন্ত হওয়ার দরকার। জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যে সময়ে দুর্নীতির কথা বলা হচ্ছে তখন শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন না তিনি। সঙ্গে তাঁর দাবি, স্থানীয় স্তরের নেতাদের মন্তব্যের জবাব দেবেন না তিনি।
এদিন ব্রাত্যবাবু জানিয়েছেন, ঘটনার সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন না তিনি। ফলে এই নিয়ে কোনও মন্তব্য করা তাঁর উচিত হবে না। স্থানীয় নেতারা কে কী বললেন তাঁর জবাব তিনি দিতে পারবেন না। এব্যাপারে জানতে হলে কথা বলতে হবে সেই নেতার সঙ্গেই।