গত ২ মে, সোমবার টুইট করে বিহার থেকে রাজনৈতিক দলের সূচনা করার জল্পনা উস্কে দিয়েছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। আগামীকাল বৃহস্পতিবারই পাটনায় এক সাংবাদিক সম্মেলন করতে চলেছেন তিনি। এই মুহূর্তে সে দিকেই চেয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে প্রশান্তকে নিয়ে জোর চর্চার মধ্যেই তাঁর সম্পর্কে তিনি কোনও খবর রাখেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিহারের বিরোধী দলনেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদব।
মঙ্গলবার ইদ উপলক্ষে জাতীয় লোক জনশক্তি পার্টির সাংসদ মেহবুব আলি কায়সারের সঙ্গে দেখা করতে যান তেজস্বী। সেখানেই তাঁকে প্রশান্ত কিশোরের দলীয় রাজনীতিতে প্রবেশের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর উত্তরে আরজেডি নেতা সাফ জানয়ে দেন, ‘আমি ওঁর (প্রশান্ত কিশোর) কোনও খবর দেখি না বা শুনি না।’
প্রসঙ্গত, ভোটকৌশলী পিকে নতুন দল তৈরি করে রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দেওয়ার পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নিজস্ব মতামত পোষণ করেছে। প্রতিক্রিয়া এসেছে আরজেডি-র তরফ থেকেও। আরজেডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, পিকে নতুন দল গড়ে রাজনীতিতে প্রত্যক্ষ ভাবে প্রবেশ করলে বা বিহার থেকে নতুন দলের সূত্রপাত করলেও সে রাজ্যে এর কোনও প্রভাব পড়বে না। বিহারে শুধুমাত্র ‘তেজস্বী মডেল’ চলবে বলেও আরজেডি নেতাদের দাবি।