আগামী ৫ই মে তিনদিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১-এর বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর এটিই শাহের প্রথম বঙ্গ সফর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পটভূমিতে অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর অমিত শাহের এই বঙ্গল সফর ঘিরে যখন জোর চর্চা, তখন তাঁকে বাংলায় স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আসুক আসুক। অমিত শাহকে বাংলায় স্বাগত।”
প্রসঙ্গত, একাধিকবার কয়লা এবং গোরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে দিল্লীতে। ইডি এবং সিবিআই-এর এই জেরা আদতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা অমিত শাহের চক্রান্ত বলেই তোপ দেগেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তাঁকে বলতে শোনা গিয়েছে, মোদী-শাহরা তাঁকে ভয় পাচ্ছেন, তার জন্যই এবাবে হেনস্থা করার চেষ্টা চলছে। কোনওরকম দোষ প্রমানিত হলে তিনি ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত বলে উল্লেখ করতে শোনা গিয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের এই সাংসদকে। এবার বাংলায় সরাসরি অমিত শাহকে তাঁর স্বাগত জানানো কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হিসেবেই দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।