দেশে করোনার তৃতীয় ঢেউ স্তিমিত। তবে বিশ্বের নানা প্রান্তে রূপ বদলে নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। যার ফলে ভারতেও নতুন করে ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। তবে স্বস্তি বজায় রেখে আরও বেশ কিছুটা নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।
কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এল যে, করোনা টিকা নেওয়ার ব্যাপারে কাউকে জোর করা যাবে না। অর্থাৎ সরকার কাউকেই টিকা নিতে বাধ্য করতে পারে না। সোমবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কেন্দ্রের বর্তমান টিকাকারণ পদ্ধতি অযৌক্তিক নয় বলেও উল্লেখ করে শীর্ষ আদালত। এদিন আদালত আরও জানায়, ভ্যাকসিন না নিলেও কোন ব্যক্তির ওপর কোনও বিধি নিষেধ আরোপ করা যাবে না।
কেন্দ্রের তরফে টিকা এক সময় বাধ্যতামূলক করা হয়। যা জেরেই জনগণের ওপর এমন বিধি নিষেধ আরোপ করা হয়েছিল কোথাও কোথাও।
কেন্দ্রের এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলা শুনানি চলছিল। সোমবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না।
পাশাপাশি, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে, টিকা নেওয়ার ফলে কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা সেই তথ্য জনগণ ও চিকিৎসকদের থেকে সংগ্রহ করতে হবে। এবং সেই তথ্যের তালিকা জন সমক্ষে আনতে হবে। অতীতে দেখা গেছে টিকা না নেওয়ার কারণে অনেক জায়গায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। যা একেবারেই অনুচিত বলে জানায় শীর্ষ আদালত।