ফের চাঞ্চল্য যোগী রাজ্যে। কুখ্যাত গ্যাংস্টার কানহাইয়া যাদবের বাড়িতে পুলিশি অভিযানের পর উদ্ধার হল তার মেয়ের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায়। জানা গিয়েছে, রবিবার কানহাইয়ার বাড়িতে যায় পুলিশ। তল্লাশি চালায়। সেইসময় কানহাইয়া বাড়িতে ছিলেন না। পুলিশি অভিযানের পর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার মেয়ে নিশা যাদবকে। স্থানীয়দের দাবি, কানহাইয়ার মেয়েকে মারধর করেছে এক পুলিশ অফিসার, তার জেরেই মৃত্যু।
বারাণসীর জেলাশাসক সঞ্জীব সিং বলেন, ‘গ্যাংস্টার কানহাইয়া যাদবের মেয়ে নিশাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ, সৈয়দরাজা থানার পুলিশ তাকে মারধর করেছিল। গ্যাংস্টারের ছোট মেয়েকেও মারধরের অভিযোগ উঠেছে। এখন তার চিকিৎসা চলছে’।
কানহাইয়ার বাড়িতে তল্লাশির এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চান্দৌলির পুলিশ সুপার এস পি অঙ্কুর বলেন, ‘কানহাইয়া কুমারের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল পুলিশ। কানহাইয়াকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এলাকায় যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে’। নিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে সমাজবাদী পার্টির নেতা ও কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে যোগ দেন।
এদিকে ঘটনা প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতা প্রভু নারায়ণ সিং যাদব বলেন, ‘পুলিশ কানহাইয়া যাদবের বাড়িতে যায়। সে ওই সময় সেখানে ছিল না। এরপর পুলিশ তার মেয়েদের মারধর করে। এর জেরে বড় মেয়ে মারা গিয়েছে এবং ছোট মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।’