বিজেপির সাংসদ হয়েও পাটশিল্প নিয়ে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন অর্জুন সিং। শুধু তাই নয়, এই বিষয়ে পাশে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছেন। গোটা বিষয়টাকে ‘ঘর ওয়াপসি’র চেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই আবহে ফের বোমা ফাটালেন অর্জুন। স্পষ্ট বলে দিলেন, ‘বাংলায় বিজেপি শুধু ফেসবুকে আছে’।
শনিবার অর্জুন সিংয়ের সাক্ষাৎকার প্রকাশ করেছে একটি অনলাইন বাংলা পোর্টাল। সেখানেই বঙ্গ বিজেপির বেহাল সংগঠন নিয়ে তোপ দাগেন বিজেপি সাংসদ। অর্জুন বলেন, ‘বাংলায় বিজেপির সংগঠন শুধু ফেসবুকে আছে, বুথে নেই’।
কীভাবে এ কথা বলছেন অর্জুন? উদাহরণ দিয়ে তিনি বোঝালেন, ‘আসানসোলের উপনির্বাচনে আমাকে দু’দিনের জন্য প্রচারে পাঠায়। ফিরে এসে বলি চান্স নেই। পরে শুনলাম, ৯০০ বুথে এজেন্টই দিতে পারেনি পার্টি। আসলে রাজনীতি আর ভোট, দুটো এক নয়। বিশেষ করে বাংলায় বুথ স্তরে সংগঠন না থাকলে কিচ্ছু হবে না। তবে, আবারও বলছি, বিজেপির বুথে সংগঠন না থাকলেও ফেসবুকে অবশ্যই আছে’।
শুধু তাই নয়, বিধানসভা ভোটে তাঁকে জিজ্ঞাসা না করেই প্রার্থী ঠিক করা হয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, ‘এমন সব লোককে প্রার্থী করেছিল, যাঁদের মানুষের সঙ্গে সম্পর্ক নেই। মানুষের সঙ্গে যোগাযোগ থাকলে কেউ হারে’। তবে কারা প্রার্থী ঠিক করেছিল সেই নিয়ে মুখ খুলতে চাননি অর্জুন। শুধু বলেছেন, ‘নেতারা। নেতা, প্রার্থী এসব উপর থেকে চাপিয়ে দিলে চলে না’।