বেশ কিছুদিন ধরেই পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। এ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং দলীয় নেতৃত্বের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়ার পরে এবার সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। শুক্রবার ফেসবুকে তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট— ‘সবার দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়…। আসুন নিজের চোখে, নিষ্কলঙ্ক হওয়ার চেষ্টা করি।’
প্রসঙ্গত, গত সোমবার অর্জুন অভিযোগ করেছিলেন, রাজ্যের পাটচাষি ও চটকল কর্মীদের দুরবস্থা নিয়ে তিনি বারবার অভিযোগ করা সত্ত্বেও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল চোখ বন্ধ করে রয়েছেন। কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত না বদলালে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে মিছিল ও আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেন। এর পর মঙ্গলবার প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অসত্য বলার অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। অর্জুনের এ হেন মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই তাঁর ‘ঘর ওয়াপসি’র জল্পনা শুরু হয়েছে।