রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য বড় উপহার। কয়েকদিন আগেই সরকারি কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাসের ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। যাঁরা কোনও ‘নন-প্রোডাক্টিভিটি’ বোনাস প্রকল্পের আওতায় পড়েন না বা মাসিক বেতন ৩৭,০০০ টাকার বেশি নয়, তাঁরা ২০২১-২২ অর্থবর্ষের জন্য মাথাপিছু ৪,৮০০ টাকার ভিত্তিতে বোনাস দেওয়া হবে। চুক্তিভিত্তিক কর্মচারীরাও সেই বোনাস পাবেন বলে জানানো হয়েছে।
এবার থেকে স্বাস্থ্যবিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা। এমনিতে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবিমার অন্তর্গত ১ লাখ টাকা সুবিধা পেতেন হাসপাতালে ভর্তি হলে। সেই পরিমাণ এবার বাড়ানো হল রাজ্য সরকারের তরফে।
জানানো হয়, মুসলিম সরকারি কর্মচারীরা ইদের আগে বোনাস পাবেন। বাকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেই বোনাস দেওয়া হবে দুর্গাপুজোর আগে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সেই বোনাস পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
সম্প্রতি রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে এবার থেকে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা হাসপাতালে ভর্তি হলে আগের তুলনায় বেশি পরিমাণের সুবিধা পাবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত করানো আছে তাঁরাই এই সুবিধা পাবেন।
জানানো হয়েছে, স্বাস্থ্যবিমার ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হল। এর ফলে এর পর থেকে হাসপাতালে ভর্তি হলে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা বিনা নগদ খরচ করেই দেড় লক্ষ টাকার পরিষেবা পেতে পারবেন।