একুশের ভোটের পরে পরেই স্বামী, সন্তানকে ছেড়ে গাড়িচালককে বিয়ে করে দলের মুখ পুড়িয়েছিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। তবে এবার ফের প্রকাশ্যে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ফাঁস তাঁর সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। তাতে দেখা গিয়েছে, বিধায়ক চন্দনা বাউড়ি তাঁর প্রেমিক তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে জড়িয়ে চুমু খাচ্ছেন। সম্প্রতি কৃষ্ণর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে পোস্ট হওয়া এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে সরগরম জেলার রাজনৈতিক মহলও।
প্রসঙ্গত, শালতোড়ার বিজেপি বিধায়কের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে চর্চা এই প্রথম নয়। একুশের বিধানসভার নির্বাচনের পর থেকেই গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা উসকে ওঠে। তাঁরা গোপনে বিয়েও করেন। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে ফেসবুক লাইভে কৃষ্ণ দাবি করেন, তাঁরা পরস্পরকে ভালবেসে বিয়ে করেছেন, কোনও অন্যায় করেননি। পরে অবশ্য দু’জনের দাম্পত্য তেমন একটা সুখকর হয়নি। কৃষ্ণর স্ত্রী এবং চন্দনার স্বামী উভয়েই তাঁদের জীবনসঙ্গীকে সংসারে ফেরানোর চেষ্টা করেছেন। চন্দনা-কৃষ্ণর আর বেশিদিন একসঙ্গে ঘর করা হয়নি। তবে বিজেপি বিধায়কের এ হেন কাণ্ড নিয়ে তুমুল চর্চা চলে বঙ্গ রাজনীতিতে।