পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, মোদীজির যুক্তরাষ্ট্রীয় ভাবনা সহযোগিতামূলক নয়, বরং প্রতিহিংসাপরায়ণ।
বৃহস্পতিবার টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, ‘দেশের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কয়লা ও অক্সিজেন সংকটের দায় রাজ্যগুলির ওপর চাপানো হচ্ছে। জ্বালানি তেলের ৬৮ শতাংশ শুল্ক নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এই দায় নিতে অস্বীকার করছে। মোদীজির যুক্তরাষ্ট্রীয় ভাবনা সহযোগিতামূলক নয়, বরং প্রতিহিংসাপরায়ণ।’
গত বুধবার প্রধানমন্ত্রী মোদী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দায় অবিজেপি শাসিত রাজ্যগুলির ওপর চাপান। প্রধানমন্ত্রীর নিশানায় বাংলা, তামিলনাড়ু, কেরালা, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্য ছিল। নাম না করে প্রধানমন্ত্রী এই সব রাজ্যের কাছে আবেদন করেন, যাতে ওই সব রাজ্য জ্বালানির ওপর থেকে নেওয়া করের বোঝা কমান। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী গুজরাত, কর্নাটক, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীরের উদাহারণ টেনে আনেন। তাঁর মতে, এই সব রাজ্য কেন্দ্রের অনুরোধে জ্বালানির ওপর থেকে নেওয়া শুল্ক কমিয়েছে। কিন্তু কিছু রাজ্য নভেম্বর থেকে মে মাস, এই ৬ মাস শুল্ক না কমিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদেই সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।