প্রচণ্ড গরমে রাজ্যের সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি এগনো হয়েছে। উত্তরবঙ্গের স্কুলগুলিতে ছুটি না দেওয়ার আরজি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের। পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব তিনি।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। উত্তরবঙ্গে মনোরম পরিবেশ। উত্তরবঙ্গে কেন বন্ধ থাকবে স্কুল। উত্তরবঙ্গে কিছু হলে দেখতে আসার লোক পাওয়া যায় না।
এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত দেখে আমারও মনে হয়েছে উত্তরবঙ্গকে বারবার বঞ্চিত করা হয়। তাহলে আমার মনে হয় উত্তরবঙ্গের প্রত্যেককে একত্রিত হতে হবে। পৃথক রাজ্যের দাবি জানাতে হবে’।
বিজেপি বিধায়কের পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির পালটা জবাব দিয়েছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘সরকারি নিয়ম জেলা বা মহকুমাভিত্তিক হতে পারে না। বৈষম্য সরকারের চেয়ারে বসে করা সম্ভব নয়। সে কারণেই দক্ষিণ এবং উত্তরবঙ্গে স্কুলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম চালু করা সম্ভব নয়’।