পেট্রোপণ্যের ভ্যাট না কমানোয় রাজ্যগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘পেট্রোপণ্যে ভ্যাট না কমানো রাজ্যবাসীর সঙ্গে অন্যায়’। সরাসরি নাম না করলেও মোদী বাংলা-সহ বিরোধী রাজ্যগুলির দিকেই আঙল তুলেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মোদীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের নামে বিরোধী দলগুলির শাসনে থাকা রাজ্য সরকারগুলিকে কাঠগড়ায় তোলার কাজে ব্যবহার করলেন বলে অভিযোগ করেছে বাংলার শাসক দল। তাদের দাবি, ‘এটা কী ধরনের মিটিং? মিটিংয়ের নামে নিজেদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকার কেন ট্যাক্স কমাচ্ছে না। পেট্রল-ডিজেলের মূল দামটা বাড়ছে কেন? বাংলার সরকারকে জ্ঞান দিতে হবে না, কীভাবে মানুষের সেবা করতে হবে’।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র সরকার ঢালাও সাহায্য করছে, ওদের কেন্দ্রের কাছে কোনও টাকা বকেয়া নেই। সেখানে বাংলা-সহ কিছু বিরোধী শাসিত রাজ্যকে সবদিক থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের সব বকেয়া টাকা মিটিয়ে তারপর আমরা দেখব কীভাবে মানুষের সেবা করতে হয়’।