কেন্দ্রীয় সরকার বরাদ্দ টাকা দেয় না। দীর্ঘ দিন ধরে টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও টাকা পাওয়া যায় না। নবান্ন থেকে বুধবারকেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে মোট ৯৭ হাজার কোটি টাকা পায় রাজ্য সরকার। সেই টাকা দেওয়ার কোনও নাম নেই। সেই ঘটনা উল্লেখ করেই কেন্দ্রীয় সরকারকে বেঁধেন মমতা।
মমতা বললেন, প্রথমে একাধিক প্রকল্প শুরু করার কথা বললেও, শেষ পর্যন্ত সেই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। অনেক সময়ে সেই টাকা বন্ধ হয়ে যায়। সেই টাকার অভাব মেটাতে তখন উদ্যোগ নিতে হয় রাজ্য সরকারকে। এ ছাড়া কর ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ কর কেটে নেয়, কিন্তু সব খরচ রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেয়, এর কোনও মানে নেই।