২০২৪ সালের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর বিজেপি সরকারকে আরও চাপে ফেলতে চাইছে কংগ্রেস। সুযোগ পেলেই কেন্দ্র সরকারের ভুল ত্রুটি সামনে আনতে পিছুপা হন না কংগ্রেস নেতারা। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার ভারত থেকে কিছু বৈশ্বিক ব্র্যান্ডের প্রস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। তোপ দেগে বলেছেন, “হেট-ইন-ইন্ডিয়া” এবং মেক-ইন-ইন্ডিয়া একসঙ্গে হতে পারে না।
কংগ্রেস নেতা দেশের বেকারত্বের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ‘বিধ্বংসী বেকারত্ব সংকট’ মকাবিলার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। রাগা টুইট করে লিখেছেন, ‘ভারতের বাইরে ব্যবসা চালানো সহজ। ৭ টি গ্লোবাল ব্র্যান্ড। ৯ টি কারখানা। ৬৪৯ টি ডিলারশিপ। ৮৪,০০০টি চাকরি। মোদীজি, হেট-ইন-ইন্ডিয়া এবং মেক-ইন-ইন্ডিয়া সহাবস্থান করতে পারে না! পরিবর্তে ভারতের বিধ্বংসী বেকারত্ব সংকটের দিকে মনোনিবেশ করার সময়’।
রাহুল টুইটারে একটি ছবি শেয়ার করেছেন যাতে সাতটি বিশ্বব্যাপী ব্র্যান্ড দেখানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে ২০১৭ সালে শেভ্রোলেট, ২০১৮ সালে ম্যান ট্রাকস, ২০১৯ সালে ফিয়াট এবং ইউনাইটেড মোটরস, ২০২০ সালে হার্লে ডেভিডসন, ২০২১ সালে ফোর্ড এবং ২০২২ সালে ড্যাটসান, যারা দেশ থেকে বেরিয়ে চলে গিয়েছে।