সদ্যই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু বিধায়ক হিসেবে তাঁর শপথগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাবুলের পথের কাঁটা হয়েছে তাঁর নয়া শর্ত।
প্রসঙ্গত, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্থানে উপনির্বাচন জিতে বিধায়ক হয়েছেন বাবুল। স্পিকার যাতে তাঁকে শপথ গ্রহণ করাতে পারেন, সেই সংক্রান্ত নথিপত্রের একটি ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়। কিন্তু সেই ফাইল নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন জগদীপ ধনকর। উলটে বিধানসভার সচিবকেই নাকি ডেকে পাঠান তিনি।
বাবুলের শপথ নিয়ে জটিলতা দূর করতে দেন শর্তও। রাজ্যপাল বলে দেন, এতদিন বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তিনি করেছেন, সে সবের উত্তর পেলে ফাইলে সই করবেন। ফলে বিধায়ক হিসেবে কবে বিধানসভায় শপথ নিতে পারবেন বাবুল সুপ্রিয়, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে রাজ্য বিধানসভার তরফে জানা গিয়েছে, রাজ্যপালের সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হোসেন ও আমিরুল ইসলামের বিধায়ক পদে শপথ নেওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। প্রশ্ন উঠেছিল, শপথ বাক্য কে পড়বেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার। শেষ পর্যন্ত দেখা যায়, রাজ্যপালই শপথ বাক্য পাঠ করান। এবার বাবুলকেও অদ্ভুত জটিলতার সম্মুখীন হতে হল।
গোটা বিষয়টির তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ধনকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এভাবে রাজভবনকে, সংবিধানকে কলঙ্কিত করছেন রাজ্যপাল। এই সাংবিধানিক পদে বসে বিজেপির দালালি করছেন। পায়ে পা দিয়ে ঝগড় করে চলেছেন প্রতিটি বিষয় নিয়ে। সেই কারণেই এই বিষয়টির তীব্র নিন্দা করেছেন তিনি।