এখনও ‘দিদি ম্যাজিক’ বাকি আছে। দিন দশেকের মধ্যেই আসামে আরও বড় ‘দিদি ম্যাজিক’ দেখা যাবে। রিপুন বোরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর এমনই দাবি করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। যেমন কথা, তেমন কাজ। আজ, বুধবার ফের আসাম কংগ্রেসে আবার ভাঙন ধরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
এদিন গুয়াহাটিতে এক অনুষ্ঠানে আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র মুসাহারি, বাবুল সোনোয়াল, হরিপদ ত্যাগী, অরুণজ্যোতি ভুঁইয়া, দিগন্তভূষণ বর্মণ, জুলফিকার হুসেন, চিত্তরঞ্জন পাল, মেহেবুব হোসেন, গৌরঙ্গ বোরা, বিজিত দাস, হরেন বোরা, নিরঞ্জন বোরা, জিতেন ভুঁইয়া, ভবন্ত রাভা, শচীন্দ্রকুমার দাস, পুলক বর্মা, আবদুল বারেন, সত্যজিৎ দেবনাথের মতো একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিলেন।
এদিন এই যোগদানের পর রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘আসাম জুড়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়েও সেই একই পরিস্থিতি তৈরি করে দেশকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। একুশের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে দিদি প্রমাণ করে দিয়েছেন, তিনিই পারেন স্বৈরাচারী বিজেপিকে উপযুক্ত জবাব দিতে। তাই এবার আসামে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে দিদির নেতৃত্বেই অনেকে তৃণমূলে যোগ দিলেন।’