এবার করোনা আক্রান্ত হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবারই তাঁর সংক্রমিত হওয়ার কথা টুইটে জানান কমলা। লেখেন, আজ (মঙ্গলবার) আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি নির্জনবাসে থাকব। বুস্টার ডোজ-সহ টিকা পাওয়ায় আমি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে এখনও করোনার সংক্রমণ অব্যাহত। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র্যাপিড ও পিসিআর দুই পরীক্ষাতেই ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়েছে। তাঁর কোনো উপসর্গ নেই। তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। বাসভবন থেকেই কাজ চালিয়ে যাবেন। কার্স্টেন আরও বলেন, করোনা পরীক্ষায় নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন।