এবার রাজ্য পুলিশে হতে চলেছে গুরুত্বপূর্ণ রদবদল। একাধিক জেলার পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হয়েছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি আইপিএস দেবস্মিতা দাস। মঙ্গলবার নবান্ন থেকে পুলিশ আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। নয়া তালিকা অনুযায়ী দেবষ্মিতা দাস হচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি। অন্যদিকে, কলকাতা পুলিশের ডিসি ডিডি হলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের বর্তমান ডিসি পদে থাকা সূর্য প্রতাপ যাদব।
পাশাপাশি, মালদহ, বারুইপুর, ডায়মন্ডহারবার, রানাঘাট, বাঁকুড়া পুলিশ সুপার বদলি হয়েছেন। মোট ১৭ জন আইপিএসের এ দিন বদলির নির্দেশিকা জারি হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি প্রবীন প্রকাশ হলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হলেন নিধি রাণী, তিনি এসভিএসপিএ-এর ভাইস প্রিন্সিপ্যাল পদে ছিলেন।
অন্যদিকে, বারুইপুরের পুলিশ সুপার বদলি হয়ে গেলেন বাঁকুড়ার এসপি পদে। বাঁকুড়ার পুলিশ সুপারের পদে থাকা ধৃতিমান সরকার হলেন ডায়মন্ডহারবারের এসপি। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সায়ক দাস হলেন সিআইডি-এর এসএস পদে। ডায়মন্ডহারবারের এসপি পদে থাকা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন রানাঘাটের পুলিশ সুপার। বারুইপুরের এসপি হলেন পুষ্পা, তিনি বর্তমানে খড়গপুরের এসআরপি পদে ছিলেন।