এবার ফের এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। সেখানে গম চুরির অভিযোগে এক নাবালককে নগ্ন করে বেধড়ক মারধর করা হল। এমনকী তার মাথা কামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলার মধুসূদনগড় মান্ডি এলাকায়।
জানা গিয়েছে, সম্প্রতি কৃষকদের থেকে গম কেনেন স্থানীয়রা। সেই গম চুরির অভিযোগ তোলা হয় ১৬ বছরের ওই কিশোরের বিরুদ্ধে। এরপরই তার উপর অমানবিক নির্যাতন চালায় বেশ কয়েকজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে,
চুরির দায়ে কিশোরের মাথা কামিয়ে দেওয়া হচ্ছে। এইসঙ্গে চড়-লাথি-ঘুষি মারা হচ্ছে তাকে। এমনকী নাবালককে নগ্ন করে হেনস্তা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
যদিও ওই কিশোর জানায়, সে গম চুরি করেনি। যেখানে গম রাখা ছিল সে কেবল সেখানে দাঁড়িয়ে ছিল। নির্যাতন চালানো ব্যক্তিরা অবশ্য সে কথা শুনতে চায়নি। তারা নিজেদের কাজ চালিয়ে যায়। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা দেখে নিন্দায় সরব হন নেটিজেনরা।
অন্যদিকে, ভিডিয়ো দেখে মধুসূদনগড় পুলিশ ৭ অভিযুক্তকে চিহ্নিত করে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। মূল অভিযুক্তেরও সন্ধানও পেয়েছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি।