বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার রাতে নদিয়ার কালিগঞ্জ থানা এলাকায় বোমাবাজি হয়। রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। মৃতদের নাম মনিরুল হক এবং তৌহিদ আলি শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দুই তৃণমূল কর্মী পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই তাঁদের লক্ষ্য করে পিছন থেকে বোমা ছোড়েন কয়েকজন যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন দুজন। বোমার আঘাতে গুরুতর আহত হন তাঁরা। নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দেবগ্রামের বাসিন্দা মনিরুল হক এবং তৌহিদ আলি শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ওই তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা লেগেই থাকত এলাকার কয়েকজন যুবকের। ওই যুবকরা এলাকায় সিপিএম কর্মী সমর্থক বলেই পরিচিত। তাঁদের বিরুদ্ধেই মূলত অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই তৃণমূল কর্মী দেবগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। তখন জমপুকুরের পাশে জঙ্গলে বসেছিলেন অভিযুক্তরা। এরপর ওই দুই তৃণমূল কর্মী আসতেই হঠাৎ তাঁদেরকে লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ।