এবার সোশ্যাল মিডিয়ার ভরা হাটে বিজেপির হাড়ি ভাঙল তৃণমূল। দিল্লীর জহাঙ্গিরপুরীর হিংসার ঘটনায় অভিযুক্ত আনসার শেখের সঙ্গে বিজেপি নেতাদের যোগাযোগের প্রমাণ দিল তারা। তৃণমূল নেতা তথা বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সুজিত বসু এবং দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লীতে বিজেপির নানা কর্মসূচিতে আনসারের ‘উপস্থিতির ছবি’ টুইট করেছেন।
রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল টুইটারে লিখেছেন, ‘আনসারদের আশ্রয় দেয় বিজেপি। মোদী-শাহ জুটিকে তুষ্ট করতে কী ভাবে আবর্জনা জড়ো করা হয়, নীচের ছবিগুলিতে তা স্পষ্ট।’ মন্ত্রী পার্থের টুইট-মন্তব্য, ‘সত্যিই বিশ্বাস করি ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত! অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে! এখানে আমরা দেখতে পাচ্ছি, আনসারদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা।’
অন্যদিকে দিল্লীর বিজেপি নেতাদের সঙ্গে আনসারের ছবি দিয়ে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত লিখেছেন, ‘এই যে আনসারের সঙ্গে রয়েছেন বিজেপি নেতারা। কেউ যদি দেখতে না পান কিংবা পুরনো বস্তাপচা প্রচারে শামিল হন!’ তবে এই প্রথম নয়। এর আগে দিল্লীর আম আদমি পার্টির নেতারাও ‘বিজেপির কর্মসূচীতে আনসারের উপস্থিতির ছবি’ টুইট করেছেন।