একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ-বিজেপির অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বৈঠক, বনগাঁয় চড়ুইভাতি, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব দলেরই অন্য অংশ। এরই মধ্যে একের পর এক উপনির্বাচন, পুরভোটে হারের মুখ দেখেছে দল। একই ছবি আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনেও। আর এই আবহেই দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এ নিয়ে খোঁচা দিতে ছাড়ল না তৃণমূল।
বিজেপির অন্তকোন্দল সামনে আসার পরই তা নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সুকান্ত-দিলীপদের কটাক্ষ করে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে রাজ্যের বিজেপি নেতারা জর্জরিত। দলের মধ্যে নব্য-আদি নেতাদের মধ্যে কোন্দল ক্রমেই তীব্র হচ্ছে। তা সামলাতেই নাজেহাল হয়ে যাচ্ছেন সুকান্তরা।’ উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার সুকান্ত মজুমদার ঠিক মতো সাংগঠনিক দায়িত্ব সামলাতে পারছেন কি না এ প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। দলে বহু যোগ্য ব্যক্তি আছেন। বহু নেতা আছেন, যাদের বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছেন। সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। যোগ্য লোকগুলোকে দল থেকে বাদ দিলে হবে না। তাদের অভিজ্ঞতার গুরুত্ব দিতে হবে, সেই অভিজ্ঞতার লাভ নিতে হবে।