গোটা দেশের ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বেশ ভালমতোই ধাক্কা দিল। ৪ বিধানসভা এবং ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা পর্যন্ত খুলতে পারল না বিজেপি ও তাদের জোটসঙ্গীরা।
বাংলার দুই কেন্দ্র আসানসোল এবং বালিগঞ্জে তৃণমূলের সামনে দাঁড়াতেই পারেননি বিজেপি প্রার্থীরা। বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ বামেদের থেকেও অনেক পিছিয়ে পড়ে তৃতীয় হয়েছেন। আসানসোলে বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান কোনওক্রমে ধরে রাখলেও ভোটের ব্যবধান বিরাট।
বালিগঞ্জে জিতলেন বাবুল সুপ্রিয়। সুব্রত মুখোপাধ্যায় জিতেছিলেন প্রায় ৭০ হাজারের বেশি ভোটের ব্যবধানে। আর বালিগঞ্জের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জিতলেন ২০ হাজারের বেশি ভোটে।
একের পর এক রাউন্ড শেষে তৃণমূলের ব্যবধান বাড়ছিলই। শেষে দুপুরে এল সুখবর। তারপরই বাবুল সুপ্রিয় ববলেন, ‘আমি এই জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি। আমাকে সক্রিয় রাজনীতিতে ফিরতে উনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমার উপর ভরসা করে প্রার্থী করেছিলেন।
তাই এটা মা, মাটি, মানুষ ও দলনেত্রীর জয়।’ নিজের জয়ের নেপথ্যে বিরোদীদের কুৎসা রটানোকেও দায়ী করেছেন বালিগঞ্জের বাবুল। বলেছেন, ‘আমার ও তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম, বিজেপি নির্লজ্জভাবে কুৎসা করে গিয়েছিল। তার ফল কী হতে পারে তা আজ ওঁরা দেখে নিয়েছেন।’ তবে ৬৪ ও ৬৫ ওায়ার্ডে এবারের উপনির্বাচনে পিছিয়ে রয়েছেন জোড়া-ফুল প্রার্থী।