আগেই কানাঘুষো শোনা গিয়েছিল যে হলসিম গ্রুপ তাদের ভারতের ব্যবসা বিক্রির জন্য জেএসডব্লিউ, আদানি গ্রুপ-সহ অন্যান্য কোম্পানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এবার জানা গেল, শীঘ্রই ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি হলসিম গ্রুপ।
বিগত ১৭ বছর ধরে এ দেশের মাটিতে ব্যবসা করছে এই সুইস কোম্পানি। তবে এবার পাততাড়ি গোটাতে চায় তারা। ইতিমধ্যেই ব্যবসা বিক্রির জন্য ভারতের কয়েকটি কোম্পানির সঙ্গে তারা কথাবার্তাও শুরু করে দিয়েছে। এ দেশে হলসিম গ্রুপের দু’টি কোম্পানি রয়েছে, অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেড। তবে ভারতীয় বাজারে তাদের ফ্ল্যাগশিপ কোম্পানি হল অম্বুজা সিমেন্ট। এতে হলসিমের ৬৩.১ শতাংশ শেয়ার রয়েছে। হোল্ডেরিন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের মাধ্যমে হোলসিম এই অংশীদারিত্বের মালিক।
এসিসি লিমিটেড আরও একটি শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড। অম্বুজায় তাদের ৫০.০৫ শতাংশ শেয়ার রয়েছে। আবার এসিসি-তে হোল্ডেরিন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রত্যক্ষ শেয়ার রয়েছে ৪.৪৮ শতাংশ। ২০১৮ সাল থেকেই হলসিম অম্বুজা আর এসিসি-কে একটা ব্র্যান্ড তৈরির চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেড, বর্তমানে হলসিম গ্রুপের এই দু’টি কোম্পানি সম্মিলিত ভাবে বছরে ৬৬ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করে। বুধবার পর্যন্ত, অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেডের সম্মিলিত বাজার মূলধন ছিল ১.১৪ লক্ষ কোটি টাকা।
এ দেশ থেকে আগেই পাততাড়ি গুটিয়েছে একদা বিশ্বের বৃহত্তম সংস্থা জেনারেল মোটরস। আর এক মার্কিন বহুজাতিক ফোর্ড তাদের ব্যবসার বেশির ভাগ সম্পত্তি মহিন্দ্রার সঙ্গে গড়া যৌথ উদ্যোগের হাতে দিয়েছে। হার্লে ডেভিডসনও এদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এবার সিমেন্ট কোম্পানির পালা। এই পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদি সরকারের বিদেশি লগ্নি টানার পরিকল্পনা। বিরোধীদের কটাক্ষ, শিল্পের প্রতি বিজেপি সরকারের উদাসীনতাই সংস্থাগুলিকে দেশ ছাড়তে বাধ্য করছে।