৬৫ নম্বর ওয়ার্ড হল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের পাড়া। পাম অ্যাভিউনিউ, মেফেয়ার রোড, রাইফেল রেঞ্জ রোডের মতো এলাকা পড়ে এই ওয়ার্ডে। সেই ৬৪ নম্বর ওয়ার্ডে সায়রা শাহ হালিম লিড পেয়েছেন ২২৪ ভোটে।
আড়াই মাস আগে কলকাতা পুরসভা নির্বাচন হয়েছিল। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে শনিবার। বুদ্ধবাবুর ওয়ার্ডে জিতল সিপিএম – বালিগঞ্জে বামেদের অক্সিজেন জোগালেন সায়রা শাহ হালিম। দেখা গেল, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন সিপিএমের সায়রা শাহ হালিম।
সামগ্রিক ভাবেই বালিগঞ্জে বামেরা ভাল ফল করেছে আগের তুলনায়। প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়েছে সিপিএম। অসুস্থতার কারণে দীর্ঘদিন গৃহবন্দি বুদ্ধদেববাবু। উনিশের লোকসভা থেকে এ পর্যন্ত হওয়া একটি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি।
তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা পাঠভবন স্কুলে ভোট দিতে গেলেও তিনি পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটের বিছানাতেই ছিলেন। এবার বহুদিন পর বুদ্ধদেববাবুর পাড়ায় জিতল সিপিএম। বালিগঞ্জে বিজেপিকে কার্যত ঘরে ঢুকিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা।