মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পর রণে ভঙ্গ দিলেন দেউচা পাঁচামির কয়লাখনি প্রকল্পের বিরোধী আন্দোলনকারীরা। উঠে যেতে চলেছে তাদের ধর্ণা মঞ্চ। ‘জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা’ রীতিমতো বিবৃতি দিয়ে ধর্ণা থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার মহম্মদবাজারের বারোমেশিয়ায় ওই মঞ্চে সহমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয় বলে জানান মহাসভার নেতারা। বুধবার নবান্নে এসে স্থানীয় বাসিন্দা তথা মহাসভার সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। তিনি তাঁদের আশ্বাস দেন, প্রকল্প জোর করে হবে না। আন্দোলনকারীদের দাবিগুলিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে উন্নয়নের প্রশ্নে সকলের সাহায্য চায় প্রশাসন। এরপরই বৃহস্পতিবার বীরভূমের মহম্মদবাজারে বৈঠকে আন্দোলন ও ধর্ণা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত হয়।
আন্দোলনরত সংগঠন মহাসভার পক্ষে সাদী হাঁসদা, রতন হেমব্রমরা জানিয়েছেন, ‘আমরা যে দাবি নিয়ে ধর্ণা মঞ্চে অবস্থান করছিলাম, বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি দেখা করে তা জানাতে পেরেছি। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। তাই এই মঞ্চে অবস্থানের কোনও প্রাসঙ্গিকতা এখন থাকছে না’।