জল্পনা ছিলই। সেই জল্পনাই সত্যি হতে দেখা গিয়েছে বিগত কিছুদিনে। পাঁচ রাজ্যে ভোট মেটার পর থেকে ফের লাগাতার জ্বালানির দাম বাড়াতে শুরু করেছে মোদী সরকার। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম আগের থেকে কমলেও দেশের বাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দৌড় বহাল। স্বাভাবিকভাবেই এর ফলে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে। এরই মাঝে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল সোলাপুর। পেট্রোল-ডিজেলের বর্ধিত দামের প্রতিবাদ জানাতে সেখানে মাত্র ১ টাকায় বিক্রি করা হল পেট্রোল।
মহারাষ্ট্রের সোলাপুরের একটি স্থানীয় সংগঠনের তরফে অভিনব এই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। বাবাসাহেব বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন উপলক্ষে এবং সেই সঙ্গে দিন দিন বাড়তে থাকা জ্বালানি তেলের দাম নিয়ে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। মোট ৫০০ জন বৃহস্পতিবার ওই সংস্থার কাছ থেকে ১টাকা লিটার দরে পেট্রোল পান। তবে বেশি নয়, প্রত্যেককে ১ লিটার করেই পেট্রোল দেওয়া হয়। তবে সেটুকু নিতেই পেট্রোল পাম্পের বাইরে সাপের মতো লম্বা লাইন পড়ে গিয়েছিল। ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশও।
স্থানীয় ওই সংগঠনের নাম বি আর আম্বেদকর স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ পার্টনার। সংগঠনের ইউনিট লিডার মহেশ সারভাগোদা জানান, মোদী সরকারের আমলে পেট্রোলের দাম ১২০ টাকা লিটার হয়ে গেছে। মূল্যবৃদ্ধিতে কোনও লাগাম নেই। তাই এই কঠিন সময়ে মানুষকে একটু স্বস্তি দিতে আমরা এক টাকা দরে পেট্রোল দিলাম। তিনি আরও বলেন, আমাদের মতো ছোট সংগঠন যদি একদিন ৫০০ জনকে এভাবে স্বস্তি দিতে পারে, তাহলে কেন্দ্রের সরকারেরও তা পারা উচিত। এক টাকায় পেট্রোল পেয়ে খুশি আমজনতাও।