নবরাত্রিতে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা জারি হয়েছিল বিজেপি শাসিত অনেক রাজ্যে। রামনবমীতে নিরামিষের জুলুমে রক্তাক্ত হয়েছিল দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এবার মহাবীর জয়ন্তী উপলক্ষে মাংসের দোকান বন্ধ রইল বিজেপি শাসিত ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে।
আজ বৃহস্পতিবার ছিল মহাবীর জয়ন্তী। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন নির্দেশিকা জারি করেছিল শহরের কোথাও এদিন পশু বা পাখির মাংসের দোকান খোলা রাখা যাবে না। কয়েক মাস আগে বিরোধী শূন্য করে আগরতলা কর্পোরেশন দখল করেছে গেরুয়া শিবির। মহাবীর জয়ন্তীতে মাংসের দোকান বন্ধের নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে ত্রিপুরা সিপিএম। ত্রিপুরা সিপিএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এটা আধিপত্যবাদ।
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার বলেছেন, ‘মহাবীর জয়ন্তীর প্রতি সম্মান প্রদর্শন করেই এই নির্দেশিকা জারি হয়েছিল। এটা নতুন কিছু নয়। এর আগেও এমন নির্দেশিকা জারি হতো, কিন্তু মানা হতো না। এখন তা হচ্ছে’।
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আরও বলেছে, নাগরিকরা যেন ২০ এপ্রিলের মধ্যে জানান শহরের কোথায় কোথায় বেআইনি কষাইখানা চলছে। কর্পোরেশন সেগুলি ঝাপ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।