বৃহস্পতিবার বাংলার অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে বিজয়ী দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিল মেনল্যান্ড চায়না। এই সংস্থার সঙ্গে ২২ বছর ধরে যুক্ত সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বাংলার প্রাক্তন রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইংল্যান্ডে অনুশীলনে পাঠানোর কথাও জানানো হল।
এদিন সম্বরণের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেনল্যান্ডের কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায়। সম্বরণ বললেন, “অঞ্জনের একটি পরিকল্পনা রয়েছে। খুব সুন্দর পরিকল্পনা। আমরা ছোটবেলা থেকে চাইতাম এমনটা হোক। অঞ্জনই বলুক সেই পরিকল্পনার কথা।” অঞ্জন বললেন, “ইংল্যান্ডে অনুশীলনের জন্য কিছু ক্রিকেটারকে পাঠানো হবে। সবাইকে পাঠানো সম্ভব হবে না। বাছাই করে কিছু ক্রিকেটারকে পাঠানো হবে।” অনূর্ধ্ব ১৫ দলের যে ক্রিকেটাররা জিতেছে তাদের সংবর্ধনা জানানো হয়েছে। অঞ্জন বললেন, “জয়ীদের শুভেচ্ছা। এখান থেকেই শুরুটা হল। অনেকে দূর থেকে এসে নিজেদের স্বপ্ন সত্যি করছে। সেটাই গুরুত্বপূর্ণ। বাকি আমরা যে ভাবে সম্ভব সাহায্য করব।”