সিএম কিংবা পিএম কারও অধিকার নেই বিচারের আগে বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়ার। রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। ওই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই প্রবীণ রাজনীতিকের পাশে দাঁড়িয়েছেন।
মধ্যপ্রদেশে রাম নবমীর মিছিলে ইট ছোড়ার ঘটনায় অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ওই রাজ্যের বিজেপি সরকার। সেই ঘটনার প্রেক্ষিতেই পড়শি রাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগে বিচার হোক। বিচারের আগে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর, কারও অধিকার নেই অভিযুক্তের ঘরবাড়ি ভেঙে দেওয়ার।
মধ্যপ্রদেশের বুলডোজার অপারেশন নিয়ে গেহলট বিজেপির উদ্দেশে বলেন, ‘আমি যদি আমার রাজ্যে ধৃতদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিই, বিজেপি তখন কী বলবে? অবশ্যই আমি সে পথে হাঁটব না। আগে বিচার হোক, কে অপরাধী আর কে নয়’।
নাম না করলেও গেহলট আসলে নিশানা করেছেন মধ্যপ্রদেশের চারবারের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আগামী বছর নভেম্বর নাগাদ মধ্যপ্রদেশের সঙ্গে রাজস্থানেও বিধানসভার ভোট। দুই রাজ্যেই শাসক দল ভোটমুখী তৎপরতায় ব্যস্ত।