বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি শিল্পের দিকেও বাড়তি নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। যার ফলে বাংলাই এখন বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। এর আগে যেমন রাজ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে উঠে এসেছে আদানি গোষ্ঠীর নাম। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল ভোজ্যতেল শিল্প এবং তাজপুর সমুদ্র বন্দর। এবার কেন্দ্রের ভারতমালা প্রকল্পে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজেও আদানি গোষ্ঠীর নাম উঠে আসছে। আবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও রাজ্যের জন্য আরও লগ্নি নিয়ে আসতে পারে আদানি গোষ্ঠী।
যদিও এই সড়ক প্রকল্প কেন্দ্রের। তবে এর ফলে আখেরে রাজ্যের লাভ হবে বলেই মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। ভারতমালা প্রকল্পে ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হবে। এ রাজ্যের ১৯ নম্বর জাতীয় সড়কের আওতায় পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সড়ক বেড়ে ছ’লেনের করা হবে। এই সম্প্রসারণের একটি অংশের দায়িত্বে আদানি গোষ্ঠী। দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠীগুলি পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ দেখালে রাজ্যে শিল্প গড়ে তোলা সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রকল্পটি কেন্দ্রের হলেও আগামী দিনে রাজ্যে লগ্নি বাড়াতে পারে এই সংস্থা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
