বিগত দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একইসাথে মাঠে নেমেছেন তাঁরা। চলতি আইপিএলেও একই দলের হয়ে খেলছেন উমেশ যাদব ও টিম সাউদি। কয়েকটি ম্যাচে নতুন বলে জুটি বেঁধে শুরুও করেছেন পেস-আক্রমণ। কলকাতা নাইট রাইডার্সে খেলার সুবাদে উমেশ যাদবকে কাছ থেকে দেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তিনি মনে করেন, উমেশ যে ছন্দে রয়েছেন তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া উচিত। উমেশের প্রসঙ্গে বলতে গিয়ে সাউদি বলেন, “আমি ওর ভক্ত। উমেশ দুরন্ত বোলার। আরসিবি ও কেকেআরের হয়ে খেলার সময় বেশ কিছু ম্যাচে ওর সঙ্গে নতুন বলে বল করার সুযোগ পেয়েছি। উমেশ যে ছন্দে রয়েছে তাতে ভারতের টি-টোয়েন্টি দলে ওর সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। সামনেই বিশ্বকাপে ওর কথা মাথায় রাখতে পারে দল।”
প্রসঙ্গত, আইপিএল খেলতে এসে উমেশের মতো বোলারদের সঙ্গে বল করতে পেরে খুব খুশি সাউদি। তিনি বলেন, “এটাই এই প্রতিযোগিতার সব থেকে ভাল দিক। বেশ কয়েক জন ভাল মানের ভারতীয় জোরে বোলারের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যায়। উমেশ প্রথম থেকেই যে ছন্দে রয়েছে সেটা দলের জন্য খুব ভাল।” এবারের আইপিএলের নিলামে প্রথমে উমেশকে কেউ কেনেনি। শেষে তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি টাকায় তাঁকে কেনে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছেন এই ডান হাতি জোরে বোলার। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। প্রতিযোগিতায় সব থেকে বেশি ৬২টি ডট বলও করেছেন তিনি।