হিংসার রাজনীতি কোনও ভাবেই বরদাস্ত করবে না দল। এবার এ কথা স্পষ্ট বুঝিয়ে দিল তৃণমূল। বেহালার ঘটনায় বাবন ওরফে সোমনাথকে বহিষ্কার করল তারা। এ কথা জানালেন খোদ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র এলাকার চড়কতলায় হঠাৎই গোলমাল বাঁধে। ইট ছোড়া হয়, ভাঙচুরের ঘটনা ঘটতে দেখা যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে শুরু করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই পয়ল বৈশাখের আগে চড়কতলায় মেলা বসে চড়কের। সেই মেলার বিষয় নিয়েই ঝামেলার সূত্রপাত। প্রাথমিক ভাবে এক বার ঝামেলা হওয়ার পর সেটি মিটে গেলেও পরে ফের গোলমাল শুরু হয়। শেষে রাতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতার পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি বাবন ওরফে সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার বহিষ্কার করল ঘাসফুল শিবির।
