বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল থেকেই টানা চারদিন বন্ধ থাকবে দেশের প্রায় সব প্রান্তের ব্যাঙ্ক। বিভিন্ন রাজ্যে ছুটির দিনে বদল ঘটে সেখানের পরব অনুযায়ী। রিজার্ভ ব্যাংকের প্রকাশিত নোটিশ বলছে, সব মিলিয়ে মোট চারদিন ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা। তবে ওই ক’টা দিন ব্যাঙ্কিং পরিষেবা না পাওয়া গেলেও এটিএম থেকে টাকা তুলতে পারবেন সাধারণ মানুষ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, আগামিকাল অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ১৭ই এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তবে কয়েকটি রাজ্যের ক্ষেত্রে তার পরিবর্তন হতে পারে। তবে রবিবার মানে ১৭ তারিখ, সব রাজ্যেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। একনজরে দেখে নেওয়া যাক, কী কী উৎসব রয়েছে এই চারদিনে :
প্রসঙ্গত, ১৪ই এপ্রিল ডা. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী। পাশাপাশি রয়েছে মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামি নববর্ষ, বিজু উৎসব এবং বৈশাখী বিহু। এই দিনটিতে মেঘালয় এবং হিমাচল প্রদেশ ছাড়া দেশের প্রায় সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ই এপ্রিল বাংলার নববর্ষ উপলক্ষে এ রাজ্যের ব্যাংক কর্মীরা পাবেন ছুটি। এছাড়াও রয়েছে গুড ফ্রাইডে, হিমাচল ডে, বিশু এবং বৈশাখী বিহু। রাজস্থান এবং জম্মু-কাশ্মীর ছাড়া সব রাজ্যেই ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকার কথা। সাধারণত মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্ক। তবে আগামী শনিবার অর্থাৎ ১৬ই এপ্রিল শুধুমাত্র অসমে ব্যাংক বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। এপ্রিলের ১৭ তারিখ রবিবার হিসেবে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ। তাই এই চারদিন ব্যাঙ্কমুখো না হওয়াই বুদ্ধিমানের কাজ। পরিষেবা পাওয়ার জন্য একেবারে সোমবারই ঢুঁ মারুন ব্যাঙ্কে। তবে এটিএম থেকে টাকা তুলতে সমস্যা হবে না।