আইএনএস বিক্রান্তকে রক্ষা করার জন্য জমা করা অনুদান কেলেঙ্কারির অভিযোগে বিজেপি নেতা কিরীট সোমাইয়াকে পুলিশ খুঁজছে। এই মামলায় কিরীট সৌমেয়ার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে আদালত।
মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা বিজেপি নেতা কিরীট সোমাইয়া এবং তার ছেলে নীল সোমাইয়ার বিরুদ্ধে সমন জারি করেছে। দুজনকেই ১৩ এপ্রিল মুম্বই পুলিশের সামনে হাজির হতে হবে। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার খোঁজে মঙ্গলবার মুম্বইয়ের অফিসে পৌঁছেছেন মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার কর্মকর্তারা।
গ্রেফতারি এড়াতে কিরীট সোমাইয়া আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। ৫৩ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী কিরিট সোমাইয়া এবং তার ছেলের বিরুদ্ধে মানখুর্দের ট্রম্বে থানায় অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কিরীট সোমাইয়া।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের মতে, বিজেপি নেতা কিরীট সোমাইয়া এবং তার ছেলে নীলের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তারা নিখোঁজ। এখন মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তার বিরুদ্ধে সমন জারি করেছে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার একটি ৩ সদস্যের দল আজ বিজেপি নেতা কিরীট সোমাইয়ার অফিস এবং অন্যান্য জায়গায় তল্লাশি চালায়।
সোমবার মুম্বইয়ের একটি আদালত বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তকে রক্ষা করার জন্য জমা করা ৫৭ কোটি টাকার অপব্যবহারের অভিযোগে কিরীট সোমাইয়ার আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে।