নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল শুনেছি। বাড়ির লোক, পাড়ার লোকেরাও জানত। হাঁসখালি কাণ্ড নিয়ে মুখ খুলে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দাবিতে সিলমোহর দিলেন খোদ নির্যাতিতা নাবালিকার মা। অভিযুক্তর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল হাঁসখালির নির্যাতিতার। সোমবার এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অভিযুক্ত যুবকই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে মেরে ফেলেছে। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী নাবালিকার সঙ্গে অভিযুক্তর প্রণয়ের সম্পর্কের কথা বলেছিলেন। তবে গোটা বিষয়টিই যে তদন্তসাপেক্ষ সেটাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি।
অন্যদিকে, সোমবার রানাঘাট মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতার মা। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, ‘আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না। তবে ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের প্রেম ছিল। ও-ই আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে মেরে ফেলেছে।’ তিনি আরও জানান, ‘আমার মেয়ের সঙ্গে ওই তৃণমূল নেতার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে সাইকেল দিয়ে বেরিয়ে ছিল আমার মেয়ে।’ তবে সেখানে কী হয়েছিল, তা তিনি জানেন না বলেও স্বীকার করে নিয়েছেন। তাঁর কথায়, ‘দু’জন ছেলের সঙ্গে একজন অপরিচিত মহিলা আমার মেয়েকে রাত সাড়ে ৭টা নাগাদ পৌঁছে দিয়ে যায়। বলে যায়, মেয়েকে একটু ডাক্তার দেখাতে। এরপর থেকেই মেয়ের রক্তক্ষরণ হতে শুরু করে। পরের দিন ভোর চারটে নাগাদ মেয়ে বলে আমার শরীর খুব অসুস্থ হচ্ছে, তাই ওকে বাড়িতে রেখে আমি ডাক্তার কাছে ওষুধ আনতে যাই। এরপর ফিরে এসে বাড়িতে দেখি, আমার মেয়ে মারা গিয়েছে।’