সকাল থেকে শান্তিতেই চলছে বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচন। পায়ে পায়ে মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাবুলকে কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।
মঙ্গলবার সকাল থেকে বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে আসেন বাবুল। ঢুকতে যান বুথে। তখনই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তোলেন বাবুল। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী কোথাও বেশি অ্যাকটিভ, কোথাও পোলিং এজেন্টের সঙ্গে চা খাচ্ছে’। বাবুলের আরও অভিযোগ, ‘কিছু বুথে মোবাইল বাইরে রেখে ভোটারকে বুথে ঢুকতে বলা হচ্ছে’।
অন্যদিকে বুথে কলকাতা পুলিশ কেন, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে জানতে চান, তাঁরা থাকা সত্ত্বেও কেন বুথে কলকাতা পুলিশ? ওই পুলিশকর্মীদেরও প্রশ্ন করেন। তখনই তাঁর সঙ্গে বাদানুবাদ হয় পুলিশের। এছাড়া কেয়ার অভিযোগ, ‘কিছু কিছু জায়গায় মেশিন খারাপ। ভোটাররা ফিরে যাচ্ছে। একবার মেশিন পালটানোর পর ফের একই বিষয়। বুঝতে পারছি না। কী হচ্ছে’?