গত ৪ নভেম্বর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরই বিধায়ক শূন্য হয়ে পড়ে তাঁর দীর্ঘদিনের গড়। অবশেষে আজ, মঙ্গলবার উপনির্বাচন হচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। যেখানে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এদিন ভোট শুরু হতেই সকাল সকাল বালিগঞ্জের বুথে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণে যান বাবুল। সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে গানও গেয়ে শোনান তিনি। বাবুলের গলায় শোনা যায় মান্না দে-র গাওয়া ‘রিম ঝিম ঝিম বৃষ্টি, আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে’ গানটি।
তৃণমূলের তারকা প্রার্থী জানিয়েছেন, ‘সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান দিয়ে আজ সবাই বেরোন ভোট দিতে। আমি তাই গান গেয়ে ‘তুমি তুমি করে’ সবাইকে বেরোতে বলছি। আমি রাজনীতির বাইরেও আছি। তাই না ঝালমুড়ি খেয়েছি। আমি কাজ নিয়ে সকলের সাথে বসতে রাজি আছি। যখন বলবেন লাঞ্চ, ডিনার করব। মনে রাখুন আমি ছিলাম বলেই ইস্ট ওয়েস্ট মেট্রো হল।’ এদিন সুব্রত মুখোপাধ্যায়ের ক্লাব একডালিয়া এভারগ্রিনে গিয়েও সেখানকার সদস্যদের সঙ্গে কথা বলেন বাবুল।