বিতর্কিত বা বেফাঁস মন্তব্য করাই হোক বা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একেবারের উপরের দিকেই নাম রয়েছে দিলীপ ঘোষের। এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এমনকী অস্ত্র রাখার প্ররোচনা দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এইবার রাজ্যে রামনবমী পালনের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। রবিবার রামনবমীতে বিজেপির ছোট-বড় সব নেতারাই নিজের এলাকায় মিছিল এবং সভা করবেন। দলের বিধায়ক-সাংসদদের এই কর্মসূচীতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। খড়গপুরে মিছিল করবেন দিলীপ ঘোষও। আর সেই মিছিল নিয়ে বলতে গিয়ে তিনি জানান, সেখানের মিছিলে অস্ত্রও থাকবে। রামের নামে মিছিলে হাতে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে!
রামনবমীর মিছিল নিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘প্রতি বছরই খড়্গপুরে বড় করে রামনবমী পালন হয়। এবারও হবে। করোনা ভাইরাস নেই, তাই এবার একটু বেশিই আগ্রহ মানুষের। শোভাযাত্রার শেষে সভাও হবে। হিন্দুরা শক্তির উপাসক। সব দেবদেবীর হাতেই অস্ত্র থাকে। ভগবান রামও যোদ্ধা ছিলেন। তাই রামের নামে মিছিলে হাতে অস্ত্র নয় তো কি লাড্ডু থাকবে?’