অভ্যন্তরীণ বাজারে মুদ্রার ক্রয় ক্ষমতার নিরিখে, ভারতে এলপিজি-র দাম বিশ্বে সর্বোচ্চ। অন্যদিকে পেট্রলের দাম তৃতীয় সর্বোচ্চ। ডিজেলও কম নয়। বিশ্বে অষ্টম সবচেয়ে দামী।
আন্তর্জাতিক পরিস্থিতি, অপরিশোধিত তেলের চড়া দাম ইত্যাদি কারণে পেট্রলের দাম বৃদ্ধি পেয়েছে। এমনই যুক্তি দেওয়া হচ্ছে। পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের তাবড় দেশেই বেড়েছে দাম। কিন্তু ভারতেই কেন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে?
সরকার বলছে, বিভিন্ন দেশে টাকার ক্রয় ক্ষমতা, গড় আয় ভিন্ন। ভারতে যে দামে পেট্রল, ডিজেল, এলপিজি অনেক মহার্ঘ্য মনে হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে সেটা না-ও মনে হতে পারে।
তুলনাস্বরূপ, পেট্রলের দাম প্রতি লিটার ১২০ টাকা। সেক্ষেত্রে মার্কিন মুলুকে সেটা ১.৫৮ ডলার হবে৷ আমাদের এখানে আমজনতার কাছে ১২০ টাকা অনেকটাই বেশি। কিন্তু মার্কিন মুলুকে ১.৫৮ ডলারে বেশি কিছু পাওয়া যায় না। সেখানে এক কিলো আলুও হবে না এই দামে। ভারতে এই দামে প্রায় ৫-৬ কিলো আলু হয়ে যাবে।