এবার মহম্মদ বাজার থানার উদ্যোগে বীরভূমের হিংলো গ্রামপঞ্চায়েতে আয়োজিত হল ‘আপনার থানা আপনার পাড়ায়’ কর্মসূচী। সেখানে উপস্থিত ছিলেন মহম্মদ বাজার থানার ওসি তপাই বিশ্বাস-সহ থানার বিভিন্ন কর্মী ও হিংলো পঞ্চায়েতের সদস্যরা।
কর্মসূচীর শুরুতেই আলোচনা করা হয় জেনারেল ডাইরি সম্পর্কে। সঙ্গে থানার সমস্ত বিষয়বস্তু সাধারণ মানুষ সকলের সামনে তুলে ধরা হয়। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে থানার তরফ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয়। প্রথমেই সতর্ক করা হয় জমি কেনাবেচা নিয়ে। জমি কেনার সময় অবশ্যই জমির কাগজপত্র দেখে জমি কেনার কথা বলা হয়। সঙ্গে জমির দলিল ঠিক আছে কিনা মালিকানা ঠিক আছে কিনা সমস্তটাই দেখে তবে জমি কিনতে বলা হয়।
পাশাপাশি, গাড়ি কেনার ক্ষেত্রেও কিছু বিষয় দেখে নিতে বলা হয়। এই যেমন গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, গাড়ির অবস্থা ঠিক আছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখে গাড়ি কিনতে বলা হয়। একইসঙ্গে ব্যাঙ্ক প্রতারণা কিংবা মোবাইল প্রতারণা সম্পর্কে সতর্ক করা হয়। যাতে মোবাইলে আসা কোনও ওটিপি অন্য কারও সঙ্গে আলোচনা না করা হয়। গ্রামবাসীদের একথাও বলা হয় যে কোনও থানাকে শুধু অভিযোগ জানানোর স্থানই ভাববেন না, যদি কোনও আইনি পরামর্শ নিতে চান তাহলেও আপনারা থানায় আসতে পারেন।