বুধবার দিল্লীতে কংগ্রেসের সদর কার্যালয়ে অগ্নিকাণ্ডের রাজধানীর বাসিন্দারা। গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ দিল্লীর ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরে আগুন লাগে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মী প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে খবর, কংগ্রেসের সদর দফতরে মহিলা কংগ্রেসের কার্যালয় থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান কিছু শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনায় কারও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় দলীয় কার্যকলের ছাদের দিক থেকে প্রথম আগুনের শিখা দেখতে পান আশেপাশের লোকেরা। সেই সঙ্গে ধোঁয়াও বেরোতে দেখা যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। একজন দমকল আধিকারিক জানান, ‘আমরা দুটি ইঞ্জিন নিয়ে যাই দুর্ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনি। অনুমান করা হচ্ছে এসির কম্প্রেসারে শর্ট সার্কিট কিংবা ছাদের শুকনো পাতা থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ তবে গতকালের ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় দমকল। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।