জল্পনা ছিলই। এবার সেই জল্পনাই সত্যি হতে দেখা যাচ্ছে। পাঁচ রাজ্যে ভোট মেটার পর থেকে ফের লাগাতার জ্বালানির দাম বাড়াতে শুরু করেছে মোদী সরকার। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম আগের থেকে কমলেও দেশের বাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দৌড় বহাল। আজ, বুধবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। একদিকে যেমন লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা, তেমনই আবার ডিজেলের দামও লিটার প্রতি ৮১ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে বিগত ১৬ দিনে মোট ১০ টাকা বাড়ল জ্বালানির দাম।
প্রসঙ্গত, ১৩৭ দিন জ্বালানির দাম অপরিবর্তিত থাকার পর বর্তমানে হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। মার্চের শেষভাগ থেকে যে দাম বৃদ্ধি শুরু হয়েছিল, তা এখনও অব্যাহতই রয়েছে। নিত্যদিনই ৮০ থেকে ৮৫ পয়সা করে বাড়ছে জ্বালানির দাম। এই নিয়ে বিগত দুই সপ্তাহেই জ্বালানির দাম ১০ টাকা বেড়েছে। এদিন, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছেছে ১১৫ টাকা ১২ পয়সায়। অন্যদিকে, ডিজেলের নতুন দাম হয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৫ টাকা ৪১ পয়সা। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকা ৬৭ পয়সায়। আবার বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেশি। সেখানে পেট্রোলের দাম লিটার পিছু ১২০ টাকা ৫১ পয়সা। ডিজেলের দামও বেড়ে হয়েছে ১০৪ টাকা ৭৭ পয়সা।