মঙ্গলবারই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। প্রশ্ন উঠছিল, বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্যই কি তিনি কলকাতায় আসছেন?
কিন্তু, বুধবার সকালে জানা যায়, শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছেন তৃণমূল নেতা। এই মুহূর্তে উডবার্ন ব্লকে রয়েছেন তিনি। সূত্রের খবর, এই মুহূর্তে রাজনীতিকের অক্সিজেন স্যাচুরেশন ৮৮ শতাংশ। আর সেই কারণেই তাঁকে সি- প্যাপ দেওয়া হচ্ছে।
সিওপিডি-র সমস্যা বাড়ায় শারীরিক জটিলতা অনেকটাই বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নেতার মধ্যে অস্থিরতা কাজ করছে। বুধবার সিবিআই দফতরে হাজিরার দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই কারণেই কলকাতায় চলে এসেছিলেন। কিন্তু, শারীরিক অবস্থার অবনতির জেরে তিনি যেতে পারেননি। এদিন সিবিআই-কে গোটা ঘটনা জানিয়েছেন কেষ্টর আইনজীবী। জানা গিয়েছে, ওই চিঠিতে তৃণমূল নেতা লিখেছেন, এসএসকেএম -এর সাড়ে ১২ নম্বর কেবিনে এসে তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। বর্তমানে ওই কেবিনেই চিকিৎসাধীন তিনি।