এখন যানজট বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এই পরিস্থিতিতে কোনা এক্সপ্রেসওয়েতে তিন-চারটি ট্রাক টার্মিনাল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মঙ্গলবার এই নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
বাণিজ্যিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনা এক্সপ্রেসওয়ে। কিন্তু, এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যেভাবে ট্রাক চলাচল করে, তার ফলে যানজটের সমস্যা দেখা দিয়েছে।
সূত্রের খবর, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে গতকাল উপস্থিত ছিলেন পরিবহণ এবং পূর্ত দফতরের আধিকারিকরা। এই সমস্ত আধিকারিকরা কোনা এক্সপ্রেসওয়ে পরিদর্শনের পর যে রিপোর্ট দেবেন তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার এনিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে কোনা এক্সপ্রেসওয়ের ওপর চাপ কমাতে তিন থেকে চারটি ট্রাক টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যসচিবের নির্দেশেই আজ বুধবার কোনা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করার কথা রয়েছে পূর্ত এবং পরিবহণ দফতরের আধিকারিকদের। তাঁরা সমস্ত কিছু খতিয়ে দেখার পর এ নিয়ে একটি রিপোর্ট দিতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
১৪.১৭ কিলোমিটার দীর্ঘ কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে সহজেই কলকাতায় আসা যায়। তবে ইদানিং এই এক্সপ্রেসওয়েতে ট্রাকের সংখ্যা বেড়েছে। মূলত বাণিজ্যিক কারণে এই রাস্তা দিয়ে কলকাতায় ট্রাক আসা-যাওয়া করে থাকে। ফলে ট্রাক প্রবেশ কোনওভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই ট্রাক টার্মিনাল করার erg ভেবেছে সরকার। মনে করা হচ্ছে, এর ফলে এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাতায়াত আরও সুগম হবে।