যাত্রীদের থেকেই উসুল করা হয় বিমানবন্দরগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বেতনের টাকা। টিকিটের মূল্যের সঙ্গেই সেই টাকা ধার্য করা থাকে। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডির লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানান, সারা দেশের মোট ৬৫টি বিমানবন্দরে ৩০ হাজার ৯৯৬ জন জওয়ান নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। নিত্যানন্দ রাই পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে এই খাতে আদায় হয়েছে ১০০২.৫৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষের ডিসেম্বর পর্যন্ত সময়ে আদায় হয়েছে ১৪২৭.৯২ কোটি টাকা।
বিভিন্ন বিমানবন্দরে নিযুক্ত সিআইএসেফ জওয়ানের সংখ্যা এবং তাঁদের জন্য বাজেট বরাদ্দ উল্লেখ করেছেন রাই। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে জওয়ানের সংখ্যা ১ হাজার ১৯৯ জন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তাঁদের জন্য বরাদ্দের পরিমাণ ১১২ কোটি ৫৮ লক্ষ ৯৩ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ, কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের খরচ বহন করতে হয় যাত্রীদেরই। রাজীব প্রতাপ রুডির এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার জবাবেও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছিলেন তিনি।