ঝালদা পুরসভার বোর্ড গঠন করল তৃণমূল। নির্বাচিত কাউন্সিলরদের প্রথম বৈঠক থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুরেশ আগরওয়াল। তিনিই ছিলেন আগের বোর্ডের চেয়ারম্যান। তা ছাড়া একজন নির্দল কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করেছেন। তপন কান্দুর স্মরণে এদিন পুরভবনে ১ মিনিট নীরবতা পালন করেন তৃণমূল ও নির্দল কাউন্সিলররা।
ঝালদা পুরসভায় তৃণমূল ও কংগ্রেস জিতেছে ৪টি করে আসন। ২টি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঝালদায় ছিল বোর্ড গঠন পর্ব। আগে থেকেই পুরসভা ও লাগোয়া এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। এদিন কংগ্রেসের ৪ জয়ী প্রার্থী কাউন্সিলর পদে শপথ নিলেও পুরবোর্ড গঠন প্রক্রিয়ায় তাঁরা অংশগ্রহণ করেননি।
অন্যদিকে তপন কান্দু খুনের প্রতিবাদে এদিন কালা দিবস পালন করে কংগ্রেস। দলের ৪ নির্বাচিত প্রার্থীর নেতৃত্বে শুরু হয় মিছিল। মিছিলে সবার আগে ছিলেন তপন কান্দুর স্ত্রী তথা নির্বাচিত কংগ্রে প্রার্থী পূর্ণিমা কান্দু। কংগ্রেসের তরফে জানানো হয়, তাদের নির্বাচিত প্রার্থীরা কালো ব্যাজ পরে কাউন্সিলর পদে শপথ নেবেন।