সফল হতে চলেছে টিকাকরণ প্রক্রিয়া। বাংলায় প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজের কোভিড ভ্যাকসিনেশন শেষের মুখে। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, বাংলার ২৩ জেলায় টিকা পাওয়ার কথা ৬ কোটি ৯৪ লক্ষ ১৮ হাজার ২৬০ জন ১৮ ঊর্ধ্ব নাগরিকের। শনিবার দুপুর পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৬ কোটি ৭০ লক্ষ মানুষ। শতকরা হিসেবে ৯৭ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৮ লক্ষ ২৮ হাজার ৪৩৪ জন। সব মিলিয়ে শতকরা হিসেবে রাজ্যে ৮৫ শতাংশ টিকাকরণই সম্পূর্ণ।
প্রসঙ্গত, উঠে এসেছে ৪ জেলার নাম।কলকাতা, দার্জিলিং, পুরুলিয়া ও আলিপুরদুয়ার। ৮৫ শতাংশ মানুষ ২টি ডোজ টিকা পাওয়ায় বাংলার মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এমনই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে সতর্ক থাকতে এখনও মাস্কবিধি মানা উচিত বলে মনে করছেন তাঁরা। আর ছাত্রছাত্রীদের টিকাকরণ? স্বাস্থ্যভবন জানাচ্ছে, শনিবার দুপুর পর্যন্ত রাজ্যের ১৫-১৭ বছর বয়সি ৮২ শতাংশ ছেলেমেয়ে প্রথম ডোজ টিকা পেয়ে গিয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৬৪ শতাংশ। ১২-১৪ বয়সের কিশোর-কিশোরীদের প্রায় ৬০ শতাংশ প্রথম ডোজের আওতাভুক্ত।
