এবার আইএসএলে খেলা বাংলার সমস্ত ফুটবলারদের সংবর্ধনা দিল আইএফএ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক হোটেলে প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্যদের সম্মান দেওয়া হয়। পাশাপাশি সম্মানিত হয়েছেন ম্যাচ আধিকারিকরা।
মোট ২৫ জন ফুটবলার এবং ৬ জন ম্যাচ আধিকারিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলার ফুটবলারদের মধ্যে প্রীতম, অরিন্দম ছাড়াও সংবর্ধিত হন শুভাশিস রায়চৌধুরি, সুব্রত পাল, অঙ্কিত মুখোপাধ্যায়, কিয়ান নাসিরি, ঋত্বিক দাস, মহম্মদ রফিক, জিতেন্দ্র সিংহ, শুভাশিস বসু, হীরা মণ্ডল, শেখ সাহিল, প্রবীর দাস, দেবজিৎ মজুমদার, প্রণয় হালদার, শৌভিক চক্রবর্তীরা।
প্রসঙ্গত, এদিন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল আইএফএ। ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ। সংবর্ধনা পেয়ে খুবই খুশি হয়েছেন ফুটবলাররা।