বিজেপি বিরোধী মুখ হিসেবে কংগ্রেসের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিল শিবসেনা। কংগ্রেসের নিষ্ক্রিয়তা সত্ত্বেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার চেষ্টা করে চলেছেন, তার জবাব নেই বলে উল্লেখ মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে। মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী শিব সেনা। তারপরও হাত শিবিরের সমালোচনা করে মমতার প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এতদিন পর্যন্ত শিব সেনা স্পষ্টত কংগ্রেসের সঙ্গেই ছিল। তাদের সাফ বক্তব্য ছিল, বিরোধী কোনও জোট গড়তে হলে সেটা কংগ্রেসের নেতৃত্বেই গড়তে হবে। এমনকী গত নভেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বইয়ে গিয়ে শিব সেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করে এলেন, তখনও মমতার নেতৃত্বের পক্ষে এভাবে খোলাখুলি সওয়াল করেনি মহারাষ্ট্রের শাসক দল। কিন্তু পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পরেই সম্ভবত অবস্থান বদলে ফেলল সেনা।
শিবসেনার বক্তব্য, ‘কংগ্রেসের নেতৃত্ব না বদলালে সব বিরোধী দলকে একত্রিত করা সম্ভব নয়। কংগ্রেসের পারিবারিক বা অভ্যন্তরীণ কোনও বিবাদ থাকতেই পারে, কিন্তু সেটার জন্য অন্য বিরোধীরা ভুগবে কেন? কংগ্রেস নিষ্ক্রিয় ছিল বলেই বিরোধীদের একজোট করার লক্ষ্যে এগিয়ে আসতে হয়েছে মমতাকে। উনিই সব প্রগতিশীল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছেন’।